বিশ্বের বিভিন্ন দেশে কোভিডের (Covid-19) সংক্রমণ নতুন করে বাড়়ছে, আর তার মধ্যেই এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাস (Monkey Virus)। গত ১৩ মে থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ১২টি দেশে। মাত্র ১০ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২।
ভারতে এখনও মাঙ্কি ভাইরাসে সংক্রমণের কোনও নজির নেই। কিন্তু গত দেড় মাসে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে ও আমেরিকায় এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন একাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (World Health Organisation) উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আগামীতে এই ভাইরাসে সংক্রমণের সংখ্য়া বিশ্বের বিভিন্ন দেশে আরও বাড়তে পারে। উল্লেখ্য, গত ৭ মে লন্ডনে প্রথম নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির শরীরে মাঙ্কি ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর ইংল্যান্ড সহ ইউরোপের একাধিক দেশে ও আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
Monkey virus:যৌন সংসর্গেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
মাঙ্কি ভাইরাসে সংক্রমিতদের মাঙ্কি পক্স হয়। এটি এক বিশেষ ধরনের বসন্ত। মাঙ্কি ভাইরাসে আক্রান্তদের জন্য নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি নেই। এতদিন মূলত সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের সংক্রমণের নজির ছিল। কিন্তু এবার তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর খবর নেই।