আফ্রিকার গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশুমৃত্যুর ঘটনার পর চারটি কাশির সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের হরিয়ানার সোনেপতের একটি মেডিসিন প্রস্তুতকারক সংস্থা এই ওষুধগুলো তৈরি করে। শিশুমৃত্যুর ঘটনায় এই সিরাপগুলির যোগ রয়েছে বলেই মনে করছে WHO। বুধবার, WHO এর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, "দয়া করে এই ওষুধগুলো ব্যবহার করবেন না।"
প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ- এই চারটি সিরাপের সঙ্গে আফ্রিকার শিশুমৃত্যুর যোগ রয়েছে বলে আশঙ্কা WHO এর। ওই সংস্থা ওষুধগুলির গুণমান ও সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য জমা দেয়নি বলেও অভিযোগ। WHO জানাচ্ছে, এই চারটি সিরাপের প্রতিটিতেই ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল নামের দূষক পদার্থের মাত্রা ব্যবহারযোগ্যের তুলনায় বেশি। যার ফলে, এই ওষুধ ব্যবহারে মারাত্মক সমস্যা হতে পারে, পেটব্যথা, বমি, মূত্রত্যাগের সমস্যা ও কিডনির গুরুতর সমস্যাও হতে পারে৷