বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) আয়েজিত ‘গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে বিশেষ সম্মান দেওয়া হল ভারতের আশাকর্মীদের (ASHA workers)। কোভিড (COVID 19) অতিমারীর সময়ে বিশেষ পরিষেবা দেওয়ার জন্য রবিবার তাঁদের এই সম্মান জানানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য পরিষেবার উন্নতির যাঁরা নিরলস কাজ করে চলেছেন তাঁদের জন্য রবিবার এক অনুষ্ঠানে ছয়টি বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়। ভারতের ১০ লাখ আশাকর্মীকে বিশেষ সম্মান জানিয়ে ‘হু’ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানিয়েছেন, কোভিড অতিমারির সময়ে ভারতের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে আশাকর্মীরা যে অসাধারণ কাজ করেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাঁদের এই কাজের জন্য বিশেষ সম্মান দেওয়া হল।
Covid-19 Symptoms: কোভিডের এই তিনটি নতুন উপসর্গ থেকে সাবধান, জানাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা
উল্লেখ্য, কোভিড অতিমারির সময় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছিলেন আশাকর্মীরা। তাঁরা করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিলে এই দায়িত্ব পালন করেছিলেন। কোভিড টিকা নিয়েও তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।