হাসপাতাল, লকডাউন, মৃত্যু- করোনার চরমতম প্রভাব শেষ হতে পারে চলতি বছরেই, যদি মানা হয় কিছু শর্ত। এমনটাই বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। ওষুধ ও ভ্যাকসিনের অপ্রতুলতা দ্রুত মেরামত করা সম্ভব হলেই চলতি বছরেই এমনটা ঘটার সমূহ সম্ভাবনা বলেও জানিয়েছে তারা।
মঙ্গলবার WHO কর্তা ডক্টর মাইকেল রায়ান (Michael Ryan) বলেন, এই ভাইরাসকে দুনিয়া থেকে ‘সম্ভবত পুরোপুরি মুছে ফেলা যাবে না কখনওই;। তার বদলে, ‘আমাদের বাস্তুতন্ত্রেরই একটি অংশ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এটির’।
তিনি আরও যোগ করেন, “আমরা (WHO) যা যা নির্দেশ দিয়েছি, তা ঠিকভাবে পালিত হলে বিশ্বজুড়ে যে আপৎকালীন স্বাস্থ্যপরিষেবা চলে আসছে গত প্রায় দু’বছর ধরে, তা এই বছরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে”।
অপর্যাপ্ত করোনা-ভ্যাকসিন (Corona vaccine) বিষয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় মঙ্গলবার এই কথা বলেন তিনি।
উল্লেখ্য, এর আগেই ধনী ও গরিব দেশগুলির মধ্যে করোনা-ভ্যাকসিনের সংখ্যার তীব্র পার্থক্যের দিকে নির্দেশ করে শক্তিশালী দেশগুলিকে বার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। করোনার ভ্যাকসিনের প্রথম ডোজটিই পেয়েছেন গরিব দেশগুলির ১০ শতাংশেরও কম মানুষ।
সমস্ত দেশের মধ্যে ভ্যাকসিনের সমপরিমাণ বন্টন না হলে করোনা ভাইরাসের প্রভাব যে বিশ্বজুড়ে চলতেই থাকবে, সেই কথা এই সভা থেকে আরও একবার মনে করিয়ে দেন রায়ান।