বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন 'হু' (WHO) এই ভাইরাসের সংক্রমণকে 'প্রবল ঝুঁকিপূর্ণ' (Real risk) বলে দেশগুলিকে সতর্ক করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, ২৯'টি দেশ থেকে মোট ১,০০০ এর বেশি মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা সামনে এসেছে। যদিও, এখনও পর্যন্ত এই ভাইরাসের (Monkeypox virus affected) সংক্রমণে কোনও মৃত্যু হয়নি।
বুধবার 'হু'-এর (WHO director-general) প্রধান আধানম গেব্রেয়াসিস এই ব্যাপারে একটি টুইট (Tweet) করে আর্জি জানান। যেখানে বলা হয়, যে ২৯'টি দেশে সংক্রমণ (Monkeypox virus affected countries) ছড়িয়ে পড়েছে, তারা যেন সমস্ত আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে সংক্রমণ ছড়ানো রুখতে ব্যবস্থা গ্রহণ করে।
আরও পড়ুন: কেকে-র স্মৃতিতে তিলোত্তমায় ফ্যান ক্লাব, দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস
আগামীদিনে এই সংক্রমণ (Monkeypox) যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য মাঙ্কিপক্স প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে আফ্রিকার ৯'টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স (Monkeypox) পাওয়া গেলেও গত মাসে বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে থাকে। ইউরোপের দেশগুলির মধ্যে মাঙ্কিপক্সে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার খবর আসে গ্রেট ব্রিটেন (Great Britain), স্পেন (Spain) ও পর্তুগাল (Portugal) থেকে।