বিশ্বে ফের নতুনভাবে ফিরে এসেছে করোনা(BF7 Coronavirus)। সেই পরিস্থিতিতেই এবার চিনের(China on Covid) কাছে করোনার সঠিক তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। শুক্রবার চিন প্রশাসনের সঙ্গে বৈঠকে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা(WHO on Covid)। তাঁদের দেওয়া তথ্য থেকে যাতে আগামীতে অন্যান্য দেশও সতর্ক হতে পারে, তাই কোভিডের সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলা হয়েছে শি জিনপিং সরকারকে(Xi Jinping Govt.)।
চিনে কোভিডের(CHina Covid Update) জেরে প্রায় প্রতি দিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য মানুষ। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। কিন্তু অভিযোগ, বেজিং(Beijing on Covid) নাকি তথ্য গোপন করছে। কারণ চিন(China Report on Covid) আনুষ্ঠানিকভাবে যে রিপোর্ট দিচ্ছে, তাতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাস্তব পরিস্থিতির তুলনায় অনেক কম বলেই খবর।
চিনে ফের কোভিডের বাড়বাড়ন্তে দক্ষিণ কোরিয়া(South Korea), ভারত(India), জাপান-সহ(Japan) বহু দেশ চিনা যাত্রীদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু কোভিড নিয়ে চিনের পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার মাঝেই এ সম্পর্কে তথ্য প্রকাশ করা বন্ধ করেছে বেজিং। ফলে চাপ বাড়ছে অন্যান্য দেশের উপরেও।