টানা তিনদিন আটলান্টিক তোলপাড় করার অবশেষে টাইটানিকের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরে পাওয়া গিয়েছে ডুবোজাহাজ টাইটানের ধ্বংসাবশেষ। আর তার পর থেকে ক্রমশ বাড়ছে রহস্য।
আমেরিকার উপকূলরক্ষা বাহিনী সূত্রে খবর, ২২ ফুটের টাইটান এক্কেবারে দুমড়ে মুচড়ে মোট ৫টি টুকরো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ডুবোজাহাজটির টুকরোগুলির খোঁজ মিললেও, যানে থাকা পাঁচ অভিযাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি। বাহিনী সূত্রে খবর, তাঁদের দেহ উদ্ধারের সম্ভবনাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।
আরও পড়ুন - নিখোঁজ হওয়া ডুবোজাহাজে পাঁচ যাত্রীরই মৃত্যু, নিশ্চিত করল আমেরিকার উপকূলরক্ষাবাহিনী
কেন এহেন বিপদের মুখে পড়ল টাইটান?
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের অতল গহ্বর থেকে যে জোরাল শব্দ চিহ্নিত করা গিয়েছিল, সেই সময়েই হয়ত কিছু বিপদ ঘটেছিল ডুবোজাহাজটির সঙ্গে। সমুদ্র বিশেষজ্ঞরা অনুমান করছেন, জলের প্রবল চাপেই ডুবোযানটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আর সামুদ্রিক প্রাণীদের আক্রমণের কারণেই এখনও অভিযাত্রীদের দেহ পাওয়া যায়নি।