এবার যুদ্ধবিরতির ইঙ্গিত রাশিয়ার (Russia Ukraine Crisis)। ইস্তানবুলে বৈঠকের (Istanbul Meet) পর যুদ্ধ নিয়ে প্রথম বড় সিদ্ধান্ত মস্কোর। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv) ও বড় শহরগুলি থেকে অধিকাংশ রুশ সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।
ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে আগেও বৈঠকে বসেছে রাশিয়া। মঙ্গলবার ছিল দ্বিতীয় বৈঠক। বৈঠকের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানিয়েছেন, "রাজধানী কিয়েভ, চের্নিভ থেকে রুশ সেনাদের সরার নির্দেশ দেওয়া হবে।" এক মাস আগে ইউক্রেনের (Ukraine Crisis) বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছিল রাশিয়া। তারপর এই প্রথম যুদ্ধ নিয়ে আগ্রাসী নীতি থেকে অনেকটাই পিছিয়ে আসার সিদ্ধান্ত নিল মস্কো।
আরও পড়ুন: আরও একবার ভেস্তে গেল জেলেনস্কিকে হত্যার ছক!
রাশিয়ার অনুমোদিত নিরপেক্ষ শান্তিদূত ভ্লাদিমির মেডিনেস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাতেরও সম্ভাবনা আছে।