এলন মাস্কের একের পর এক কাণ্ডে হতবাক হয়েছে বিশ্ব। সেই তালিকায় নবতম সংযোজন 'টুইটার'-এর নাম! সংস্থার সদর দফতরের ছবি প্রকাশ্যে আসার পর নানা জল্পনা ঘোরাফেরা করছে সামাজিক মাধ্যমে। আর, এই জল্পনাকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খানিকটা উসকে দিলেন এলন মাস্ক স্বয়ং! টুইটারের সদর দফতরের নাম পরিবর্তন করে 'টিটার' করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যা নেটিজেনদের বিভ্রান্ত করছে। তা নিয়ে মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায় ৷ নাম পরিবর্তন নিয়ে টুইট করেছেন সিইও এলন মাস্ক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। দেখা যায়, টুইটারের সদর দফতের বাইরে সংস্থার লোগোয় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না ডব্লিউ। অর্থাৎ, 'টুইটার'-এ নেই ডব্লিউ! বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। এসবের মাঝেই ১০ এপ্রিল টুইটারে ডব্লিউ-ছাড়া টুইটার-এর বোর্ডের ছবিটি পোস্ট করেন এলন মাস্ক। সেখানেই ডব্লিউ উধাও রহস্য ফাঁস করেন তিনি। তাঁর কথায়, “আইনগতভাবে টুইটারের নাম থেকে ডব্লিউ সরিয়ে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ব্যাকগ্রাউন্ডের রং বদলে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দফতর। বিল্ডিংয়ের গায়ে বড় করে 'টুইটার' লেখা বোর্ড। যা দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু সম্প্রতি সেই বোর্ডের অর্থ বদলে দিয়েছেন এলন মাস্ক। 'টুইটার' থেকে ডব্লিউকে সাদা রঙের পেইন্ট বসিয়ে প্রায় ঢেকে ফেলেছেন এই ধনকুবের।