কথা ছিল ডেটে যাওয়ার। সেই কথা মতো ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়েছিলেন মহিলা। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না সঙ্গী। চটে যাওয়াই স্বাভাবিক। কিন্তু শুধু রাগারাগির পর ক্ষান্ত হননি মহিলা। ডেটে না আসা ব্যক্তির বিরুদ্ধে সোজা ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন মহিলা।
ঘটনাটি আমেরিকার মিশিগানের। অভিযোগকারিনীর নাম কোয়াশোনটি শর্ট। রিচার্ড জর্ডন নামে এক ব্যক্তির সঙ্গে ডেটে যাওয়ার কথা ছিল শর্টের। স্থানীয় জেলা আদালতে তাঁর অভিযোগ, সম্প্রতি মা গত হয়েছেন, সেই মায়ের জন্মদিনের দিনই দেখা করার কথা ছিল। কিন্তু জর্ডন কথা দিয়েও না আসায় মানসিক ভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন শর্ট। তাঁর দাবি, জর্ডন ইচ্ছাকৃত ভাবেই তাঁর সঙ্গে এই প্রতারণা করেছেন ।
ডেটিংয়ে না যাওয়ায় ৮ লক্ষ টাকা মামলা! হতভম্ব জর্ডন। জানিয়েছেন, ওই একটি ডেট ছাড়া আর কখনও তাঁর শর্টের সঙ্গে যোগাযোগ হয়নি। জর্ডনের দাবি, এই বিপুল ক্ষতিপূরণ চেয়ে আদালত ও তাঁর সময়ের অপচয় করছেন শর্ট। মামলাটি সার্কিট বেঞ্চে স্থানান্তর করে জেলা আদালত।