অর্ধনগ্ন হয়ে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করছেন এক মহিলা। বিমানেই ধুমপান করার পীড়াপীড়ি করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি রাশিয়ার। অভিযুক্ত মহিলার নাম অ্যাঞ্জেলিকা মোস্কভিটিনা। ওই বিমানযাত্রীর বয়স ৪৯। অভিযোগ, নগ্ন অবস্থায় এক বিমানকর্মীকে কামড়েও দেন তিনি।
এয়েরোফ্লট সংস্থার বিমানে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। স্ট্যাভরপোল থেকে মস্কো যাচ্ছিল বিমানটি। অভিযোগ, ওই মহিলা বাথরুমে ঢুকে ধুমপান করেন। এরপর বাথরুম থেকে বেরিয়ে সব যাত্রীর সামনেই অর্ধনগ্ন হয়ে যান। সহযাত্রীরাও তাঁকে পোশাক পরার অনুরোধ করেন।
আরও পড়ুন - আমেরিকার পর কানাডা, আকাশে রহস্যময় বস্তু, গুলি করে ধ্বংস করল যৌথ সেনা
বিমানকর্মীরা তাঁকে জোর করে একজায়গায় বসান। ক্যাপ্টেনের নির্দেশে হাতকড়া পরানো হয় তাঁকে। এর মাঝে ককপিটের দরজা ভেঙে সেখানেও ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।