স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ বোমার আঘাতে কেঁপে ওঠে করাচি বিশ্ববিদ্যালয়(Karachi University)। এই মানববোমা(Suicide Bomb) হামলায় মঙ্গলবার তিন চিনা নাগরিক(Chinese) সহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সেই বোমা হামলার দায় নিল বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে গাড়িতে আত্মঘাতী হামলা চালায় বিএলএ-র এক মহিলা সদস্য।
পুলিশ সূত্রে খবর, যে মহিলা আত্মঘাতী হামলা(Suicide Bomber) চালিয়েছেন তার নাম শারি বালুচ ওরফে ব্রামশ। বিএলএ বিদ্রোহীগোষ্ঠীর প্রথম মহিলা মানববোমা। হামলার পর বিএলএ-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা হামলার দায় স্বীকার করেছে। সেই সঙ্গে এই হামলাকে বালুচ প্রতিরোধের ইতিহাসের এক নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে তারা।
পাকিস্তানের(Pakistan) মাটিতে চিনা নাগরিকদের উপর এই প্রথম বড়সড় হামলা চালাল বিএলএ। যদিও ২০২১-এর জুলাইয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানের দাসুতে চিনা নাগরিকদের একটি বাসে হামলার(Bus Attack) ঘটনা ঘটে। সেই হামলায় ন’জন চিনা নাগরিকের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানের তালিবান(Taliban) জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছিল।
করাচির পুলিশ(Karachi Police) প্রধান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে এক মহিলাকে আপাদমস্তক বোরখায় ঢেকে ওই গাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল। তারপরই বিস্ফোরণ(blast) ঘটে।