অগ্নিগর্ভ বাংলাদেশ। পদত্যাগ করেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন করেছে বাংলাদেশ সেনা। এই বছর মেয়েদের T20 বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে এই বিশ্বকাপ হওয়ার কথা। বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি।
আর ২ মাসও বাকি নেই টুর্নামেন্টের। তাই আইসিসির উচ্চপদস্থ কর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। পরিস্থিতি তেমন হলে, মেয়েদের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা হবে। টাইমস অফ ইন্ডিয়াকে আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা আগে। তাই প্রয়োজন পড়লে অন্য দেশে টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি।
এদিকে সেপ্টেম্বর ভারত সফরে আসার কথা বাংলাদেশে। টেস্ট সিরিজ আছে দুই দেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজয চেন্নাই ও কানপুরে খেলবেন রোহিত-বিরাটরা। এই টেস্ট সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে জায়গা মজবুত হবে ভারতের। কিন্তু বাংলাদেশ সিরিজ বাতিল হলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।