প্রয়াত বিশ্বের প্রবীণতম নাগরিক (Oldest Person In The World)। মঙ্গলবার ১১৮ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লুসাইল ব়্যান্ডন। ১১৮ বছর বয়স ছিল তাঁর। ফরাসি নান ছিলেন তিনি। সিস্টার আন্দ্রে বলেও পরিচিত লুসাইল। ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁর।
ফ্রান্সের টাউলন শহরে এক নার্সিং হোমে ভর্তি ছিলেন সিস্টার আন্দ্রে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ১০ বছর আগে জন্ম হয় সিস্টার আন্দ্রের। মঙ্গলবার ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, মন্ত্রী সহ মৃত্যু ১৮ জনের
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সময় লুসাইল ব়্যান্ডনের বয়স ছিল ১০ বছর। এতদিন পর্যন্ত বিশ্বের প্রবীণতম নাগরিক ছিলেন তিনি। এক শতাব্দীর বেশি সময় কাটিয়ে পৃথিবীকে চিরবিদায় জানালেন সিস্টার আন্দ্রে।