প্রথম বিমানযাত্রা বিশ্বের সব থেকে লম্বা মহিলা রুমেশা গেলগির। ৭ ফুটের বেশি লম্বা রুমেশা। তাঁর বিমানযাত্রা মোটেই সহজ কাজ ছিল না। বিমানের আসনকে স্ট্রেচারে পরিণত করে এই অসম্ভব কাজটি সম্ভব করেছে তুর্কিশ এয়ারলাইন সংস্থা। তাদের পোস্ট করা ভিডিয়োতেই দেখা যায়, কীভাবে বিমানযাত্রা করেছেন রুমেশা।
ওয়েভার সিনড্রোম নামে একটি জেনেটিক ব্যাধিতে আক্রান্ত রুমেশা। এই বিরল জেনেটিক রোগের কারণে শিশুদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। মাত্র পঁচিশ বছর বয়সেই রুমেশার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা হওয়ায় ইতিমধ্যেই গিনেস বুক অফ রেকর্ডসে নাম রয়েছে তাঁর।
কিন্তু এই বিরল রোগে আক্রান্ত হওয়ায় হুইল চেয়ারে ভ্রমণ করতে হয় রুমেশাকে। পেশায় সফটওয়্যার ডেভেলপার একটি অনুষ্ঠানে আমেরিকায় যোগ দিতে দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু উচ্চতা এবং ব্যাধির কারণে তুরস্ক থেকে আমেরিকায় ১৩ ঘণ্টা বিমানযাত্রা হুইচেয়ারে সম্ভব ছিল না।
সেই কারণেই বিমান সংস্থা বিমানের ৬টি আসনকে স্ট্রেচারে পরিণত করে। আর তাতেই শুয়ে শুয়েই আমেরিকা পাড়ি দেন রুমেশা।