গোটা একটা এলাকা ঢেকে আছে বরফের চাদরে(World's Coldest City)। যেখানে মাঝে মাঝেই -৪০ ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা। এবার সেখানে তাপমাত্রা নেমেছে প্রায় -৫০ ডিগ্রি। অবাক হলেন? অবাক হলেও এই জায়গার অস্তিত্ব রয়েছে আমাদের এই পৃথিবীতেই। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫ হাজার কিমি পূর্বে অবস্থিত এই ইয়াকুটৎস(Yakutsk City) 'খনির শহর' হিসেবে পরিচিত। রাশিয়ার(Winter in Russia) শাখা প্রজাতন্তের রাজধানী এই শহর ইতিমধ্যেই বিশ্বের 'শীতলতম' শহরের(Coldest City of the World) তকমা পেয়েছে।
তবে এই প্রবল ঠাণ্ডাতেও কাবু হননি সেখানকার মানুষ। বরং ওই প্রচন্ড শীতের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাঁরা এক অদ্ভূত পোশাক পরে থাকেন। যা সারা বিশ্বে 'বাঁধাকপি পোশাক'(Cabbage Garments) হিসেবেই জনপ্রিয়তা পেয়েছে। এই পোশাক আর কিছুই নয়, প্রবল ঠাণ্ডা-তুষারপাত থেকে বাঁচতে ইয়াকুটৎসের(Yakutsk City) বাসিন্দারা একাধিক উলের পোশাকে নিজেদের ঢেকে রাখেন। দুর থেকে দেখে মনে হয়, যেন বাঁধাকপির মতো স্তরে স্তরে ঢাকা রয়েছে তাঁদের দেহ।
আরও পড়ুন- Howrah Alur Dam Mela: মাঘের প্রথম দিনে গ্রামজুড়ে আলুর দমের মেলা, হাওড়ার উদয়নারায়ণপুরে সাজো সাজো রব