ফের ভারতীয় ছাত্রের ওপর হামলা (Indian student stabbed) হল বিদেশে। এবারের ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। বর্ণবিদ্বেষের (Racism) কারণেই এই হামলা বলে মনে করা হচ্ছে। ২৮ বছর বয়সী ওই ভারতীয় ছাত্রের নাম শুভম গর্গ। আগ্রার বাসিন্দা শুভম সিডনির ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের পিএইচডি-র ছাত্র। জানা গিয়েছে, গত ৬ অক্টোবর আচমকাই শুভমের উপর ঝাঁপিয়ে পড়ে অন্তত ১১ বার কোপ (Indian student stabbed in Australia) মারা হয়।
মুখে, পেটে ও বুকে গভীর ক্ষত নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, তাঁর পরিবারের অভিযোগ, দ্রুত তাঁর কাছে যেতে চেয়ে ভিসার (Australia visa) আবেদন করেছিল পরিবার। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিছুতেই মিলছে না সেই অনুমতি।
আরও পড়ুন: ফের ফাটল বউবাজারের একাধিক বাড়িতে, পুনর্বাসনের দাবিতে সোচ্চার স্থানীয় কাউন্সিলর
উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা শুভম গর্গ। তাঁর পরিবার সূত্রে খবর, মাদ্রাজ আইআইটির এই প্রাক্তনী সিডনির নিউ সাউথ ওয়েলসে থাকতেন। বর্ণবৈষম্যের কারণেই এই হামলা (Indian student stabbed in Australia) বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। যদিও এই দাবি মানতে নারাজ সিডনি পুলিশ। তাঁদের দাবি, সেখানকার ভারতীয়দের ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুভমের উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করেছেন তাঁরা।
উল্লেখ, এর আগে ২০১০-এ মেলবোর্নে এক ভারতীয় ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল।