"আমি অনুশীলন না করে থাকতেই পারি না। আমি শুধুমাত্র সার্কাসে পারফর্ম করতে চাই। আর কিছুই না", বলছিলেন ইরা মাইবোরোদা। ১৬ বছরের ইরা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের (Ukraine crisis) শহর খারখিভ থেকে পালিয়ে প্রতিবেশি দেশ হাঙ্গেরিতে (Hungary) রয়েছেন।
গত ২ সপ্তাহ ধরে ওই দেশেই রয়েছেন তিনি। তাঁর মতই ইউক্রেন থেকে পালিয়ে হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন কয়েকশো সার্কাস-শিল্পী (Ukraine Circus artists)। কিয়েভ (Kyiv) এবং খারখিভ (Kharkhiv) থেকেই মূলত এসেছেন তাঁরা।
আরও পড়ুন: অগ্নিদগ্ধ বগটুই গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, আনারুলকে গ্রেফতারের নির্দেশ
মধ্য ইউরোপের দেশগুলির মধ্যে হাঙ্গেরির সার্কাসের (Hungary circus) এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত 'ক্যাপিটাল সার্কাস অব বুদাপেস্ট' (Capital circus of Budapest) এখনও স্বমহিমায় বিরাজমান। অন্যদিকে, ইউক্রেনের (Ukraine crisis) সার্কাস-শিল্পীদের কদর রয়েছে ইউরোপ সহ বিশ্বের বহু দেশে। অথচ, যুদ্ধের প্রভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে অ্যাক্রোব্যাট কিংবা ট্র্যাপিজ-শিল্পীদের জীবন। আশাও স্বপ্নে মোড়া সমস্ত সার্কাসের তাঁবু যুদ্ধের তৈরি ধুলোর অন্ধকারে মিশে যাচ্ছে ক্রমে। তবু, তার মধ্যে হাত বাড়ানোর মত মানুষ তো থেকেই যান চিরকালই। বুদাপেস্টের সার্কাস কমিউনিটির প্রতিনিধিরা এখন সেই ভূমিকায়। তাঁরা খাবার এবং মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দিয়েছেন ইউক্রেনের ওই অসহায় শিল্পীদের জন্য।
তেমন প্রতিধ্বনিই শোনা গেল, ১৩ বছর বয়সী অ্যান লিসিতস্কার মুখে। তিনি বলেন, দেশ ছেড়ে এসেছিলাম (Ukraine Russia war) ভয়ে, আতঙ্কে। জানি না কবে আর দেশে ফিরতে পারব। আদৌ আর ফিরতে পারব কি না। কিন্তু, সার্কাস ছাড়ব না কিছুতেই। ছাড়তে চাই না। এই মানুষগুলোকে পাশে পেলে, আশা করি ভয় কেটে আলো আসবেই একদিন।