রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(Russia-Ukraine War) দ্বিতীয় দিনেই ইউক্রেন প্রতিরক্ষামন্ত্রকের দাবি, তাঁরা এখনও পর্যন্ত প্রায় ১০০০ জন রুশ সৈন্যকে(Russian Soldiers) নিকেশ করেছে। ইউক্রেনের(Ukraine) তরফে আরও দাবি করা হয়েছে, এর আগে আর কোনও সংঘর্ষে রাশিয়ার(Russia) এই ক্ষয়ক্ষতি হয়নি।
রুশ বাহিনীর ইউক্রেনের রাজধানী কিয়েভে(Kyiv) প্রবেশের খবর আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এর মাঝেই ইউক্রেনের(Ukraine) ওপর আঘাত শানাচ্ছে রাশিয়া(Russia)। এর পাশাপাশি রাশিয়ার(Russia) দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে চান।
আরও পড়ুন- Ukraine Crisis: পায়ে হেঁটে ইউক্রেন ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা, সীমান্তে খোলা হল অস্থায়ী শিবির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy) মানুষের মৃত্যমিছিল বন্ধের অনুরোধ জানিয়েছেন রাশিয়াকে(Russia)। সমগ্র ইউক্রেন জুড়ে যুদ্ধের আবহেই ইউক্রেনবাসীর জন্য রাশিয়াকে(Russia) যুদ্ধ থামাতে অনুরোধ করেছেন জেলেনস্কি।