১৯৯৯-এ 'হাম দিল দে চুকে সনম'-র পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন খান(Salman Khan) ও সঞ্জয় লীলা বনশালি(Sanjay Leela Bhansali) । পরবর্তী প্রজেক্ট 'বিয়ন্ড দ্য স্টার'-এ(Beyond The Star) একসঙ্গে দেখা যাবে দুজনকে । এই প্রজেক্ট আসলে সলমন খানের উপর নির্মিত একটি ডকুমেন্ট সিরিজ ।
এই ডকু-সিরিজে বলিউডে ভাইজানের উত্থান-পতনের কাহিনি থাকবে । তাছাড়া, সলমনের ব্যক্তিগত সম্পর্ক, সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সমীকরণ ও সলমন সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে ।
Vikram Chatterjee: পুজোয় কলকাতায় ফেরেননি, শর্ট টাইম মেমরি লসে ভুগছেন বিক্রম চট্টোপাধ্যায়?
রিপোর্ট অনুযায়ী, ২১ বছর পর সলমান খান এবং সঞ্জয় লীলা বনসালি 'ইনশাল্লাহ'-তে পুনরায় একসঙ্গে কাজ করছেন বলে শোনা যাচ্ছে । তবে মুক্তির মাত্র দুদিন আগে ছবিটির মু্ক্তি স্থগিত রাখা হয় ।