দেশে টিকাকরণ চলছে জোরকদমে। এরমধ্যেই বড় সাফল্য পেল ভুবনেশ্বর। ওড়িশার রাজধানীতে কোভিড টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ ।
এমনটাই দাবি ওড়িশা প্রশাসনের । দেশে এই প্রথম কোনও শহর যারা এই কৃতিত্ব অর্জন করল। ওড়িশা শহরে এক লক্ষ পরিযায়ী শ্রমিকদেরও প্রথম ডোজের টিকা দেওয়া সম্পূর্ণ।ভুবনেশ্বর মিউসিপ্যাল কর্পোরেশনের দক্ষিণ-পূর্ব জোনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে জনসংখ্যার ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
পরিযায়ী শ্রমিকদেরও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি লক্ষ্য স্থির করেছিল।
যেখানে ৩১ জুলাইয়ের মধ্যে টিকারণের কাজ একশো শতাংশ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।