করোনা বিধি নিয়ে শ্রীভূমি, দমদম পার্ক সহ সাতটি পুজো কমিটির সঙ্গে বিশেষ বৈঠক বিধাননগর পুলিশ কমিশনারেটের। ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, ডিসি উমেশ ধনপত সহ অন্য পুলিশ কর্তারাও। এবারও দুর্গাপুজোতে থাকছে করোনা বিধি। তা নিয়েই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করল বিধাননগর পুলিশ।
শ্রীভূমি, দমদম পার্ক, তরুণ সঙ্ঘ, সল্টলেক এফডি ব্লকের সংগঠকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন পুলিশ কর্তারা। রাজ্য সরকার ঘোষণা করেছে, পুজোর চারদিন করোনা বিধি মানা হলেও থাকছে না নাইট কারফিউ। তাই ভিড় বাড়তে পারে রাতের শহরে। ভিড় হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে, তা নিয়েও সংগঠকদের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ কর্তারা।
এবার প্যান্ডেলের বাইরে থেকেই দেখতে হবে ঠাকুর। ঢোকা যাবে না মণ্ডপের ভিতর। সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে ক্লাবগুলোকে। পুলিশ কর্তারা জানান, পুজোর ভলান্টিয়ারদের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক।