আজ, ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন । জীবনের পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি । কিন্তু, এই বিশেষ দিনে নিজের বয়সই ভুলে গেলেন বিগ বি ! সকাল সকাল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, "৮০ তম বছরের দিকে পা বাড়ালাম ।" এরপরই কমেন্ট বক্সে সঠিক বয়স লিখে বাবাকে মনে করিয়ে দিলেন অমিতাভ কন্যা শ্বেতা ।
অমিতাভের পোস্টের পরই কমেন্ট বক্স শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে । রণবীর কাপুর থেকে ভূমি পেডনেকার বহু বলিউড তারকারা বিগ বিকে জন্মদিনের শুভেচ্ছা জানান । নাতনি নব্যা নন্দা দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । কিন্তু সবার মধ্যে শ্বেতার কমেন্ট নজর কেড়েছে । বয়স যে একবছর বাড়িয়ে দিয়েছে অমিতাভ, সেটা মনে করিয়ে দিলেন শ্বেতা । পোস্টের পরই শ্বেতা লিখেছেন, ৭৯ তম । সেইসঙ্গে একটি হৃদয় চিহ্ন যোগ করেছেন ।
মেয়েদের কাছে সবসময় বাবারা তাদের রিয়াল লাইফ হিরো । শ্বেতার কাছেও তাই । তবে শুধু শ্বেতা নয়, এই ৭৯ বছরেও আজও কিন্তু ছব্বিশ-সাতাশের নায়কদের হার মানায় বিগ বি ।