আগামী ২ অক্টোবর থেকে টিভিতে শুরু হচ্ছে বিগবস ১৫-এর টেলিকাস্ট। বিগবসের হোস্ট যে সলমন খান, সকলেই জানেন। কিন্তু এই সিজনে নতুন চমক রেখা। না, সশরীরে উপস্থিত থাকছেন না তিনি। কিন্তু থাকছে রেখার গলা। ব্যাপারটা কী? হ্যাঁ, এই বিগবস আবার থিমের বিগবস। আর এবারের থিম জঙ্গল। ইতিমধ্যে নতুন প্রোমোতে একটি গাছের সঙ্গে সল্লু মিয়াঁর কথোপকথন শুনেছেন সকলেই। সলমন ওই গাছের নাম দিয়েছেন পরম সান ট্রি। সেই গাছের গলাটি আসলে রেখারই।
এখনও পর্যন্ত বিগবসের নতুন সিজনে ০যে সকল প্রতিযোগীর নাম নিশ্চিত হয়েছে, সেই তালিকায় রয়েছেন শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, করণ কুন্দ্রা, তেজস্ব্বী, সিম্বা নাগপাল, আফসানা খানেরা। সম্প্রতি আবার রিয়া চক্রবর্তী বিগবসে আসছেন, এরকম এক গুঞ্জনও ছড়িয়েছে।