রাজনৈতিক সংঘর্ষে উত্তাল ত্রিপুরা (Tripura)। CPM-সহ বামপন্থী দলগুলির দাবি, BJP-র হামলায় তাঁদের অনেক কর্মী আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকগুলি পার্টি অফিস। এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে CPM। সর্বত্র চলছে অর্থ সংগ্রহ অভিযান। বুধবার কলকাতার রাজপথে অর্থ সংগ্রহ করলেন শীর্ষ বাম নেতারা।
ন’বছর পর কার্টুন মামলায় আংশিক ছাড় পেলেন অম্বিকেশ মহাপাত্র
ধর্মতলা, পার্ক স্ট্রিট,শ্যামবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ বাম (Left Front) নেতারা। তাঁদের অভিযোগ, ত্রিপুরায় একদলীয় শাসন কায়েম করতে চাইছে গেরুয়া শিবির।