পূর্ব মেদিনীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি(BJP) নেতাকে খুনের অভিযোগ । মৃত বিজেপি নেতার নাম শম্ভু মাইতি । ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ১ অঞ্চলের বিজেপি শক্তিকেন্দ্রের প্রমুখ ছিলেন তিনি । তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC) ।
ভাইফোঁটার দিন বাড়িতে একাই ছিলেন ভগবানপুরের বিজেপি নেতা শম্ভু মাইতি । অভিযোগ, সেই সময়ে বাড়িতে হানা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । কিন্তু, হাসপাতাল যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।
Behala Clash: ভাইফোঁটার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা
এদিকে, ঘটনার পরই তমলুক জেলা বিজেপি সভাপতির অফিসে পৌঁছান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । এরপর সেখান থেকে মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি ।