এবার উত্তর দিনাজপুরের বুকে খুন হলেন এক বিজেপি নেতা। রবিবার বাড়ির সামনেই বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি মিঠুন ঘোষকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই নেতাকে। তাঁর পেটে একাধিক গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
বাইটঃ পম্পি মিত্র, মৃতের বোন (00:08-00:44)
ইতিমধ্যেই এই মৃত্যু নিয়ে ট্যুইটারে সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সোমবার সকাল থেকেই এলাকা ছিল থমথমে। এলাকায় শান্ত ছেলে বলেই পরিচিত ছিলেন মিঠুন। স্থানীয়দের আপদ বিপদে রঙের উর্ধ্বে উঠেই ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু এর আগেও মিঠুনের ওপর হামলা হয়েছিল।
ইটাহারে (Itahar) বিজেপি (Bengal BJP) নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। এখনও অধরা আরেক অভিযুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে দুজনের নাম উঠে আসছে তাঁরা নিহত বিজেপি নেতা মিঠুন ঘোষের পূর্ব পরিচিত। তাঁরা তিন বন্ধুও ছিলেন। আবার আরও একটি বিষয় উঠে আসছে। নিহত মিঠুন ঘোষে বিজেপি করলেও বাকি দুজন তৃণমূলের সঙ্গে জড়িত। সেক্ষেত্রে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।