কলকাতায় পুরভোট চলাকালীন এমএলএ হোস্টেলে(MLA Hostel) তালা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের(TMC) বিরুদ্ধে। বাইরের ভোটারদের কলকাতায় প্রবেশে বিধিনিষেধ থাকলেও বিধায়কদের(MLA) হোস্টেলে থাকায় কোনও বাধা ছিল না। সেইমতো বিজেপির(BJP) ৮ বিধায়ক হোস্টেলে ছিলেন। কিন্তু বিকেল সাড়ে তিনটে নাগাদ হোস্টেল থেকে বাইরে বের হতে গেলে বিধায়করা(MLA) দেখেন মূল গেটে তালা দেওয়া রয়েছে। এরপর বিধায়করা(MLA) হোস্টেল চত্বরের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপি বিধায়কদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দল(TMC)। কলকাতা পুরভোট(KMC Election 2021) ঘিরে কোনও অভিযোগ উঠলে বিজেপি বিধায়করা(BJP MLA) রাস্তায় নামবেন বলে আগে থেকেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই সেই প্রক্রিয়া বানচাল করতেই তৃণমূলের(TMC) তরফে ওই তালা ঝোলানো হয়েছে বলে অভিযোগ বিজেপির(BJP)।
রাজ্য বিজেপি-র(BJP West Bengal) অভিযোগ, দলের বিধায়কদের আটকে রাখার জন্যই হস্টেলের গেটে শাসক দল তালা ঝুলিয়ে দিয়েছে। তবে প্রশাসনের দাবি, ভোটের দিনে কলকাতার বাইরের বিধায়করা(MLA) রাস্তায় নামলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তাই আগাম সতর্কতায় এমএলএ হোস্টেলের গেটে তালা দেওয়া হয়েছে। তবে কারা এই তালা ঝুলিয়েছেন, তা নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।