মদের দাম কমানো প্রসঙ্গে এবার তুলকালাম রাজ্য বিধানসভায়(West Bengal Assembly)। কেন পেট্রোল-ডিজেলে(Petrol-Diesel) কর না কমিয়ে শুধু মদের দাম(Liquor Price) কমানো হচ্ছে? এই প্রশ্ন তুলে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি(BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)।
শুধু তাই নয়, প্রধান বিরোধী দল বিজেপির(BJP) আনা তিনটি প্রস্তাবের কোনোটিই গৃহীত হয়নি। এরপর বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি, কিন্তু তাতেও ফল না হওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা(BJP MLA)।
আরও পড়ুন- Liquor: চোলাই বিক্রি রুখতে অভিনব পরিকল্পনা রাজ্যের, আসছে সস্তায় আরও ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ
বিধানসভার মূল ফটকের সামনের বিক্ষোভ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সরাসরি আক্রমণ করেন রাজ্য সরকারকে(West Brngal Govt.)। তাঁর দাবি, দেশের ২২টি রাজ্য পেট্রোপণ্যে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার(Mamata Bnaerjee) সে পথে হাঁটেনি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে চাকরি(Govt. Job) নেই, কিন্তু তার মধ্যেও রাজ্য সরকার মদের দাম কমিয়ে যাচ্ছে।