ত্রিপুরা পুরভোটে (Tripura Civil Poll) বিরাট জয় বিজেপির (BJP)। মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টি আসনে জয় পেল বিজেপি। আগরতলা কর্পোরেশনে ৫১টি আসনের সবকটিতে জয় পেল ভারতীয় জনতা পার্টি। একটি আসনে জয় ও ২৬টি আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস (AITC)।
আগরতলা পুরসভা, ৬টি নগর পঞ্চায়েত ও ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন ছিল। রবিবার গণনা শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। মোট ১১২টি আসনে কোনও দল প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি।
আরও পড়ুন: আগরতলায় নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি, বহু আসনে দ্বিতীয় তৃণমূল, পিছিয়ে বাম
ত্রিপুরার পুরভোটে তিনটি আসন পেয়েছে বামদল। একটি আসন জিতেছে তৃণমূল। নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev)। তিনি বলেন, "এই জয় ত্রিপুরাবাসীর জয়। যারা রাজ্যের বাসিন্দাদের লাগাতার অপমান করেছে, তাদের জবাব দিয়েছে ত্রিপুরা।"