পরের বছর এপ্রিলে বক্স অফিসে একে অপরকে কড়া টক্কর দিতে চলেছেন তিন সুপারস্টার । ১৪ এপ্রিল, ২০২২ । এই একই দিনে মুক্তি পেতে চলেছে তিনটে বিগ বাজেটের ছবি । বহু প্রতীক্ষিত আমির খানের ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadha) এবং যশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’(KGF Chapter 2) মুক্তি পাচ্ছে একইদিনে । প্রতিযোগী হিসেবে রয়েছে আরেক বিগ বাজেট ছবি প্রভাসের 'সালার'(Salaar) ।
অদ্বৈত চৌহান পরিচালিত 'লাল সিং চাড্ডা'-র মুক্তির দিন একাধিক কারণে বারবার পিছিয়েছে । অবশেষে, পরের বছর ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি ।
'কেজিএফ চ্যাপ্টার ২' সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন এবং শ্রীনিধি শেট্টি ।
আরও পড়ুন, Sushmita Sen : এবছর জন্মদিনে যেন পুনর্জন্ম হল, আর্যা ২-এর মুক্তির আগে কেন এমন মনে হল সুস্মিতার ?
'বাহুবলী' অভিনেতা প্রভাস এবং শ্রুতি হাসানের 'সালার' সিনেমাটিও মুক্তি পাচ্ছে ২০২২-এর ১৪ এপ্রিল ।