দফায় দফায় সংঘর্ষ বোলপুরে।এবার ধরমপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । ধরমপুরে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের সামনেই হামলা তৃণমূলের, অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীরাই অশান্তিতে প্ররোচনা দিয়েছেন। বিজেপির হামলায় তাদের ৪ কর্মী জখম হয়েছেন বলে পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল