ভোটের আগে বোলপুর বিধানসভা অঞ্চলের তৃণমূল নেতার বাড়িতে ইটবৃষ্টি, ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়িতেও হামলার অভিযোগ । তৃণমূল নেতার অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িও ভাঙচুর করা হয়। এরপর গোয়ালপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতেও তারা হামলা চালায় বলে অভিযোগ। বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জেরে এই হামলা, এমনটাই দাবি তৃণমূলের। গেরুয়া শিবিরের দাবি, তাঁদের কর্মীরাই শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।