মাদক মামলায় আরিয়ান খান (Aryan Khan), আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান খানের জামিনের নির্দেশনামায় এমনটাই জানাল বম্বে হাইকোর্ট (Bombai High Court)। বম্বে হাইকোর্ট জানিয়েছে, অভিযুক্তদের কাছে মাদক পাওয়া গিয়েছে। তার অর্থ এই নয়, যে তাঁদেরও অপরাধের ইচ্ছে ছিল।
এনসিবির (NCB) জবানবন্দি নিয়েও নির্দেশনামা দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত বলেছে, পুলিশের নেওয়া জবানবন্দির কোনও আইনি ভিত্তি নেই। তদন্তের প্রয়োজনে তা ব্যবহার করা যেতে পারে। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদকচক্র সংক্রান্ত কোনও ষড়যন্ত্রের উল্লেখ পাওয়া যায়নি। বোম্বে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আরিয়ান খানের মাদককাণ্ডের (Aryan Khan Drug Case) মামলায় হোয়াটসঅ্যাপে ষড়যন্ত্রের অভিযোগেরও কোনও ভিত্তি নেই।
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়া গামী একটি ক্রুজে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ আটক করা হয় আরিয়ান খানকে। সঙ্গে আটক হন আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। পরে তাঁদের গ্রেফতার করে এনসিবি।