২৫ দিন জেলে থাকার পর বৃহস্পতিবার জামিন পান শাহরুখ পুত্র আরিয়ান খান(Aryan Khan) । পাশাপাশি, জামিন পেয়েছেন মুনমুন ধামিচা ও আরবাজ মার্চেন্ট । শুক্রবার বোম্বে হাইকোর্ট(Bombay High Court) জামিনের শর্ত সহ পাঁচ পৃষ্ঠার একটি নির্দেশ(Bail Order) দিয়েছে । এই নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, আরিয়ান-সহ তিনজনকেই ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ।
সেইসঙ্গে আরও কয়েকটি শর্ত দিয়েছে বম্বে হাইকোর্ট । আরিয়ান-সহ দুই অভিযুক্ত অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না । সংবাদমাধ্যমের সামনে আদালতের কার্যক্রম সম্পর্কে কিছু বলা যাবে না । আরও বলা হয়েছে, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া তারা মুম্বই ছেড়ে যেতে পারবে না ।
পাশাপাশি, প্রতি শুক্রবার তিনজনকেই এনসিবি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অবিলম্বে বিশেষ আদালতে পাসপোর্ট জমা দিতে হবে অভিযুক্তদের ।
Aryan Khan : মন্নতের বাইরে ভিড়, তারকা পুত্রকে স্বাগত জানাতে প্রস্তুত অনুরাগীরা
শর্ত অনুযায়ী, আরিয়ানকে প্রত্যেক শুক্রবার ১১ টা থেকে ২টোর মধ্যে মুম্বইয়ের এনসিবি অফিসে হাজিরা দিতে হবে ।