মুম্বই রেভ পার্টি কেসে ইতিমধ্যে জামিন পেয়ে মন্নতে গিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।
শুক্রবার বম্বে হাইকোর্ট বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমিচার জামিনের শর্ত সহ ৫ পাতার অপারেটিভ অর্ডার দিয়েছে৷
আরিয়ানের মুক্তিতে ১৪টি শর্ত রয়েছে (Aryan Khan Bail Conditions)।
জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ করতে পারবেন না আরিয়ান। দেখে নেওয়া যাক তাঁর জামিনের শর্তগুলি (Aryan Khan Bail Conditions)। ড্রাগ মামলায় জামিনের জন্য ১৪টি শর্ত রয়েছে। সেগুলির মধ্যে রয়েছে, পুলিশকে না জানিয়ে মুম্বই ছাড়তে পারবেন না আরিয়ান খান। প্রতি শুক্রবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হবে তাঁকে (Aryan Khan Bail Conditions)।
অর্ডার অনুযায়ী, এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হবে আরিয়ানকে। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। অনুমতি ছাড়া দেশও ছাড়তে পারবেন না আরিয়ান। এমনকী বন্ধু আরবাজ বা মিডিয়ার সঙ্গেও কথা বলতে পারবেন না আরিয়ান (Aryan Khan Bail Conditions)। প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে ২টোর মধ্যে এনসিবি অফিসে গিয়ে হাজিরা দিতে হবে আরিয়ানকে। তদন্তের সাপেক্ষে যখন ডাকা হবে, তখনই অফিসে যেতে হবে। শর্তের কোনওটি লঙ্ঘন করলেই জামিন বাতিল হতে পারে আরিয়ানের।