করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।প্রত্যেকদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিমারীর বিরুদ্ধে লড়তে ভারতকে সাহায্যের আশ্বাস দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে ভেন্টিলেটর ও চিকিতসা সংক্রান্ত বিষয়ে সাহায্যের আশ্বাস মিলেছে।বরিস জনসন ডার্বিশায়ারের এক স্থানীয় নির্বাচনী প্রচারে বলেন,করোনা মোকাবিলায় ভারতকে সবরকম সাহায্য করতে প্রস্তুত ব্রিটেন।সার্বিকভাবে, কঠিন লড়াইয়ে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিধর দেশকে পাশে পেয়েছে ভারত।