হাতে আর এক সপ্তাহ।
দক্ষিণ আফ্রিকার (SOUTH AFRICA) মাটিতে বক্সিং ডে (BOXING DAY) টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের (RAHUL
DRAVID) টিম ইন্ডিয়া। তার মধ্যেই ম্যান্ডেলার দেশে নিজের স্কোর বাড়িয়ে চলেছে ওমিক্রন (OMICRON)। এ ভাবে ওমিক্রনের দাপট অব্যাহত থাকলে,
সেঞ্চুরিয়ানে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট হতে পারে দর্শকশূন্য ফাঁকা মাঠে।
আশঙ্কা, দ্বিতীয় টেস্টেও যে মাঠে দর্শক থাকবেন, তা নিয়ে কোনও গ্যারান্টি দিতে পারছে না ক্রিকেট সাউথ আফ্রিকা (CRICKET SOUTH AFRICA)।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হচ্ছে ঘরোয়া ক্রিকেট। আগামী ফেব্রুয়ারি মাসে তা হবে। এর পরেই প্রশ্ন
ওঠে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের তা হলে ভাগ্য কী? করোনার নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) উত্তরোত্তর বৃদ্ধিতে একটা সময় পর্যন্ত ঘোরতর সংশয়ে
পড়ে গিয়েছিল ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ পর্যন্ত সফর সবুজ-সংকেত পেলেও তাতে কাটছাঁট করা হয়।