প্রকাশ্যে এল ‘বান্টি অউর বাবলি ২’র টিজার এবং যথারীতি এর মধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিজারে বলছে, শ্যুট শুরু করার আগেই সমস্যা! নতুন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী আর শর্বরীকে মেনে নিতে রাজি নন সইফ-রানি। শ্যুটিং বন্ধ করে বেঁকে বসলেন সেটে।
আহা, সত্যি ভাববেন না যেন! এই সবটাই ঘটেছে রিল লাইফে। রিয়েল লাইফে বেশ মজা করেই শ্যুট করেছেন সকলে। ‘বান্টি অউর বাবলি ২’তে অভিষেকের জায়গায় এসেছেন সইফ। অর্থাৎ তিনি নতুন বান্টি। ১২ বছর পর রুপোলি পর্দায় একে অন্যের বিপরীতে, রানি- সইফ।
আরও দুই বান্টি-বাবলি আছে। তাঁরা হলেন সিদ্ধান্ত-শর্বরী। দুই প্রজন্মের গল্পই দেখানো হবে ছবিতে। একদম ঝাঁ চকচকে মডার্ন লুকে ছবি নিয়ে আসছেন বরুণ শর্মা।