ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস তৈরি হল।
তরুণ ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্ত (Srikanth Kidambi) ইতিহাস গড়লেন। ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (World Badminton) ফাইনালে পৌঁছে গেলেন তিনি। শনিবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত রুদ্ধশ্বাস ম্যাচে ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারালেন ভারতেরই তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে।
ATK-MB ON HABAS: এটিকে-মোহনবাগানে হাবাস আউট, কাসকেলানা ইন
প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) ফাইনালে খেলবেন শ্রীকান্ত। ফাইনালে তাঁর মুখোমুখি হবেন আরেক সেমিফাইনালে ডেনমার্কের অ্যান্ডেরস অ্যানটনসন এবং সিঙ্গাপুরের লো কিন ইউয়ের মধ্যে জয়ীর বিরুদ্ধে। লক্ষ্যকে সন্তুষ্ট থাকতে হল ব্রোঞ্জ পদক পেয়েই। তবে সার্বিকভাবে দারুণ ফলাফল ভারতের।