শীতলকুচি করতে যাবেন না, ৩দিন পর আমাদের সরকার আসছে, পুলিসকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
শীতলকুচি করতে যাবেন না, ৩দিন পর আমাদের সরকার আসছে, পুলিসকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
Updated : Apr 22, 2021 13:50
|
Editorji News Desk
পূর্ববর্ধমানের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাইস্কুলের ১৫৩ নম্বর বুথের সামনে পুলিশ জমায়েত সরাতে গেলে পুলিসের সঙ্গে বচসা আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ মিদ্যা। তাঁর হুঁশিয়ারি,শীতলকুচি করতে যাবেন না।তিনদিন পরেই আমাদের সরকার আসছে। ।