মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা। সব কেন্দ্রের স্ট্রংরুম পাহারা দিচ্ছে কেন্দ্রীয়বাহিনী। কোচবিহারে ভোটগণনা হবে দিনহাটা কলেজে। এখানে ১৯ রাউন্ড গণনা হবে। গণনা কেন্দ্রে থাকবেন মোট ৯৭ জন ভোটকর্মী।
ভোটগণনার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। স্ট্রংরুমের গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনীরা আছেন। ভিতরে নিরাপত্তায় থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা। আইডি কার্ড দেখিয়েই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। মানা হচ্ছে কোভিড বিধিও। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হবে কাউন্টিং।
নির্বাচনের দিন সবথেকে বেশি ভোট পড়েছিল গোসাবা কেন্দ্রে। খড়দায় সবথেকে কম ছিল ভোটের হার। শান্তিপুর ও দিনহাটাতেও ভোটের হার ভালোই ছিল।