দেশের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেছেন নিজের শহর রাঁচিতে। এবার জীবনের শেষ টি২০ কোথায় খেলতে চান, তা জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক জানিয়েছে, নিজের শেষ টি২০ ম্যাচ তিনি খেলতে চান চেন্নাইতেই (CSK)।
চেন্নাই সুপার কিংসের আরও এক বার আইপিএল (IPL) জয়কে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার চেন্নাইয়ে। ভারতের প্রাক্তন ক্রিকেট বোর্ড (BCCI) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)। ছিলেন সদ্য প্রাক্তন হওয়া জাতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Sashtri) বাংলা থেকে হাজির ছিলেন সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।
এই অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিশেষ পুরস্কার তুলে দেন ধোনির হাতে। অনুষ্ঠানে হাজির থাকা ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দেন, পরের বছর আইপিএল ভারতেই হবে। সেই অনুষ্ঠানে ধোনি ইঙ্গিত দিয়ে যান, আইপিএলের শেষ ম্যাচটা তিনি খেলতে চান চেন্নাইয়েই।
ধোনি বলেন, ‘‘আমি সব সময় পরিকল্পনা করে ক্রিকেটটা খেলেছি। রাঁচীতে, ঘরের মাঠে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলাম। এ বার আশা করছি, আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচটা চেন্নাইয়ে হবে। তবে সেটা সামনের বছর না পাঁচ বছর পরে হবে, তা বলতে পারছি না।