রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফলাইন ক্লাস শুরু হবে ঠিকই, কিন্তু নবাগতদের ক্লাস হবে অনলাইনেই।
রাজ্য সরকার জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে খুলবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের নবাগতদের ক্লাস হবে অনলাইনেই। অর্থাৎ সশরীরে তাঁদের ক্লাসে যেতে হবে না।
কলকাতা বিশ্ববিদ্যালয় জানাল, স্নাতকোত্তর প্রথম সেমেস্টারের ক্লাস হবে অনলাইনেই (Online Class)। অর্থাৎ এখনই তাঁদের ক্যাম্পাসে যাওয়ার প্রয়োজন নেই। তবে তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের প্র্যাকটিকাল পরীক্ষা দিতে হবে বিশ্ববিদ্যালয়ে এসে। তৃতীয় সেমেস্টারের থিওরি ক্লাস হবে অফলাইন-অনলাইন মিশিয়ে।
শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্ষেত্রেও নবাগতদের আপাতত ক্যাম্পাসে যাওয়ার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। বিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষ এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা অফলাইনে ক্লাস করবেন।
Alapan Bandopadhyay Threat: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, গ্রেফতার চিকিৎসক সহ মোট তিন জন
কলা বিভাগের ক্ষেত্রে আবার স্নাতন এবং স্নাকত্তোরের একটি বর্ষের পড়ুয়াদের ক্লাস হবে অফলাইনে। কোন বর্ষের ছাত্রছাত্রীরা আসবেন, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিভাগ। ইঞ্জিনিয়ারিং বিভাগে অবশ্য স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ারা ক্যাম্পাসে আসবেন। পিএইচডি ও এমফিলের প্রত্যেককেই অফলাইনে ক্লাস করতে হবে। তবে সব বর্ষের পড়ুয়াদের জন্যই অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাস চালু হবে।