নেতাজী (Netaji) জীবিত না মৃত! কেন্দ্রকে এই তথ্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নেতাজী সম্পর্কে তথ্য দিতে হবে কেন্দ্রকে।
নেতাজী নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হরেন বাগচী নামে এক ব্যক্তি। ভারতীয় টাকায় (Indian Rupee) নেতাজীর ছবি ব্যবহার করা যায় কিনা, তা নিয়েও কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন তিনি। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। আবেদনকারীর বক্তব্য খতিয়ে দেখে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: বেতন না মেটালেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধা দেবে না স্কুল, নির্দেশ হাইকোর্টের
শুনানির পর কেন্দ্রকে আট সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নেতাজী সম্পর্কে এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।