বেতন(Fee) না মেটাতে পারলেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনও বাধা সৃষ্টি করতে পারবে না বেসরকারি স্কুল(School) কর্তৃপক্ষ। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
এর আগে আদালতের(Calcutta High Court) নির্দেশ ছিল ১০০% বেতন মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। তবে তা নিয়ে বিভিন্ন স্কুলে নানান অভিযোগ উঠতে থাকে। সম্প্রতি বেশ কিছু বেসরকারি স্কুলের(School) বিরুদ্ধে অভিযোগ ওঠে বেতন না মেটানোয় পড়ুয়াদের অনলাইন ক্লাসে(Online Class) অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কোথাও আবার দেওয়া হচ্ছে না অ্যাডমিট কার্ড। এরপর আদালতের দ্বারস্থ হয় অভিভাবকদের একাংশ। সেই মামলাতেই শুক্রবার এই রায় দেয় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- West Bengal News: কন্যাসন্তানের জন্ম দেওয়ার 'অপরাধে' স্ত্রীকে ফেলে চম্পট স্বামীর, ঠাঁই মিলল হোমে
শুক্রবার স্কুলের আইনজীবী আদালতকে জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আইনজীবী দাবি করেন, পুলিশ বার বার ডেকে পাঠিয়ে অধ্যক্ষকে হেনস্থা করছে। শিক্ষা দফতরের(Education Department) কাছে স্কুলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও সুপারিশ করা হয়েছে বলে জানান স্কুলের আইনজীবী। তিনি বলেন, ‘‘আমরা যা করেছি হাইকোর্টের নির্দেশ মেনেই করেছি।’’