করোনা আবহে এবারও কোপ পড়ল বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। দুর্গাপুজো হবে করোনাবিধি মেনে। ফলে এবারও পুজোমণ্ডপে ঢুকতে পারবেন না দর্শকরা। কোনও মণ্ডপেই থাকবে না ভিআইপি গেট।
প্রতিবছরই দুর্গাপুজোর সময় বিরাট চাপ পড়ে শহরের নামী পুজো প্যান্ডেলগুলোতে। ভিড়ের চাপ সামলাতে প্রতিবারেই থাকে ভিআইপি গেটের সুবিধা। কিন্তু এবার তাতেই নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি করোনাবিধি নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুর খেলায় অংশ নেওয়া যাবে। বড় প্যান্ডেলের ক্ষেত্রে ৪৫ জন ও ছোট মণ্ডপের ক্ষেত্রে একসঙ্গে সর্বোচ্চ ১০ জন ঢুকতে পারবেন।