কলকাতা পুরভোট(KMC Election 2021) নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চ। পুরভোটে(KMC Election 2021) সব ভোটগ্রহণ কেন্দ্র এবং স্ট্রংরুমে সিসি ক্যামেরা(CCTV) বসানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)।
রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) সূত্রে জানা গেছে কলকাতায়(Kolkata) মোট ৪ হাজার ৮৪২টি মূল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়াও রয়েছে অতিরিক্ত ৩৬৫টি ভোটগ্রহণ কেন্দ্র। এই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে তো বটেই, স্ট্রংরুমেও সিসি ক্যামেরা(CCTV) বসানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন- KMC Election 2021: 'ডোর টু ডোর' প্রচার চালালেন ১২১ নং ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী, শুনলেন সমস্যার কথা
বুথে সিসি ক্যামেরা(CCTV) বসানোর দাবিতে মামলা করেছিলেন বিজেপি(BJP) নেতা দেবদত্ত মাঝি। তারই প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commission) সম্মতি নিয়ে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।