ষষ্ঠ দফার নির্বাচনে নজর থাকবে দমদম উত্তর কেন্দ্রে। তৃণমূলের ব্যাপক ঝড় সামলে ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এবারও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী তিনি। অন্যদিকে দলীয় সংগঠনের উপর ভরসা করে লড়ছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভার গেরুয়া হাওয়াকে কাজে লাগিয়ে প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারও। এই কেন্দ্রের অধিকাংশ জায়গায় এখনও সংগঠন ধরে রেখেছে সিপিএম৷ গত লোকসভায় দমদম উত্তরে ৮৩,৯৯৫ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৮,৩৪৬ ভোট। সিপিএম পেয়েছিল ৩৫,৬০৪ ভোট।