পরিচালক হনশল মেহতার পরবর্তী ছবি 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে।
এই ছবিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান। 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ পেতেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ছবি।
যেখানে একজন পাইলটের পোশাকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এবং ক্যাপ্টেনের টুপির আড়ালে রয়েছে অভিনেতার মুখ।
জানা যাচ্ছে 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নতুন ছবি সম্পর্কে অভিনেতা বলেন, 'ক্যাপ্টেন ইন্ডিয়ার মতো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি গর্বিত । এই ছবিতে দেশেরই ঐতিহাসিক একটি ঘটনাকে সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
কার্তিক জানিয়েছেন,সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হওয়ার ফলে এবং সেই সত্যি ঘটনা নিজের দেশেরই হওয়ার জন্য এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত